বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

গুরুদাসপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার চাঁচকৈড় হাটে অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করা হয়। আটককৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধারকৃত জাল আগুণ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

গুরুদাসপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার চাঁচকৈড় হাটে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা জাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১১ বস্তা কারেন্ট জাল ( ৫শ’৫০টি) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলি উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার হত্যার ৬ বছর পরে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার …