শিশু থেকে বৃদ্ধ এমন ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেছেন। শুক্রবার সকাল থেকে গুরুদাসপুরের খুবজিপুরে দিনব্যাপি ওই কর্মসূচি পালন করে এল্ডারলি কেয়ার বাংলাদেশ।
‘এল্ডারলি কেয়ার’ বেসরকারি একটি সেবা সংস্থ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তার জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গুরুদাসপুর উপজেলার প্রায় ১ হাজার ৭শ প্রবীণ রোগী ‘এল্ডারলি কেয়ারে’র সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা দিতেই প্রতি বছর একবার করে ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
শুধু প্রবীণ নন। এল্ডারলি কেয়ারের সদস্য নেই এমন নানা বয়সি আরো প্রায় ১ হাজার ৩শ রোগীও চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। আয়োজক সূত্র জানিয়েছেন‘প্রবীণদের সেবা দিন আপনার বার্ধক্যের প্রস্তুতি’ নিন এই প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্টিকে স্বাস্থ্য সেবা প্রদান করতেই ওই হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হেলথক্যাম্প এর উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা.সিরাজুল ইসলাম শিশির এতে সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই হেল্ধসঢ়;থ ক্যাম্পটির আয়োজন করে এল্ডারলি কেয়ার বাংলাদেশ।