বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিনামূল্যে বীজ ও সার পেল ৪০ কৃষক

গুরুদাসপুরে বিনামূল্যে বীজ ও সার পেল ৪০ কৃষক


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মিলনায়তনে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি ওই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলার ৪০ জন্য কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি ও কৃষি কর্মকর্তা হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত …