শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

গুরুদাসপুরে বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাইসহ বিভিন্ন সবজি বীজ ও রাসায়কনিক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। কৃষকদের মাঝে ওই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস।

আজ সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনোয়ার হোসেন,সহকারী কমিশনার(ভূমি) আবু রাসেল, কৃষি কর্মকর্তা আব্দুল করিম।

পরে ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাইসহ সবজি বীজ ও রাসায়নিক সার তুলে দেন প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ। ৩৫০জন কৃষকদের মধ্যে ৩০০জন কৃষকের প্রত্যেকে ৪৮৫গ্রাম করে ১৩ধরনের সবজি বীজ ও বাকী ৫০জনের প্রত্যেকে ৫ কেজি মাসকালাই বীজসহ ১৫ কেজি করে সার দেওয়া হয়।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …