শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক যুবক নিহত

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে এক যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মধ্যম পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শাকিল ( ২৪) নামের এক যুবক নিহত হয়েছে। আজ ১৯ আগস্ট শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত শাকিল একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ ১৯ আগস্ট শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শাকিল প্রতিবেশী সোহেলের তালুকদার পাড়া এর বাসায় রাজমিস্ত্রির কাজ করছিল। এসময় অসাবধানতাবশত খোলা বিদ্যুতিক তারে হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় তার সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল কে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …