রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

গুরুদাসপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর নাড়ি বাড়ি গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম একই এলাকার মৃত রজব আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম তার নিজের এক তলা বিশিষ্ট বাড়ির ছাদের পারিবারিক কাজ করছিল। এ সময় ছাদ থেকে গামলা ভর্তি পানি নিচে ফেলতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবারের বা এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …