মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২টি গাছ জব্দ

গুরুদাসপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২টি গাছ জব্দ



নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরের চরবিলসা এলাকার বুদ্দুস সরদারের (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছ জব্দ করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই. আকতারুজ্জামান ওই গাছ দুটি জব্দ করেন। মৃত বরাত সরদারের বড় ছেলে বুদ্দুস।

স্থানীয়রা জানান, বুদ্দুস সরদার বাড়ির সাথের বাঁশ বাগানের আড়ালে ২টি গাঁজার গাছ রোপন করেন। বিষয়টি এলাকার লোকজনসহ আমরা সকলেই অবগত ছিলাম কিন্ত ভয়ে বলতে পারিনি। বুদ্দুসের বাড়িতে মানুষের যাতায়ত নেই বললেই চলে। তার পরিবারের সাথে এলাকার মানুষের ভালো সম্পর্ক নেই বলেও জানান অনেকে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন গাঁজার গাছ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুদ্দুস সরদারের বাড়ির আঙিনায় চাষ করা ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বুদ্দুসকে না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বুদ্দুস সরদারকে আসামি করে থানায় মামলা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …