বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / গুরুদাসপুরে বাস্তবায়ন হচ্ছেনা ‘নো মাক্স নো সার্ভিস’ কার্যক্রম

গুরুদাসপুরে বাস্তবায়ন হচ্ছেনা ‘নো মাক্স নো সার্ভিস’ কার্যক্রম


৯০ ভাগ মানুষের মুখেই মাক্স নেই

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
মাক্স ব্যবহার বাধ্যতামূলক হলেও নাটোরের গুরুদাপুরের মানুষ তা মানছে না। অফিস, আদালত, থানা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘নো মাক্স-নো সার্ভিস’ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছেনা। নিরাপদ সামাজিক দূরত্বসহ কোনো স্বাস্থ্যবিধিই মানা হচ্ছেনা।

মঙ্গলবার সকালে উপজেলার জনবহুল চাঁচকৈড় হাটে গিয়ে দেখা যায়, শতকরা ৯০ জন মানুষের মুখেই মাক্স নেই। বরং নিয়মের তোয়াক্কা না করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসিভাবে বেচাকেনা করতে দেখা গেছে। অনেকের মতে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এদিকে করোনা রোগের পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের আগ্রহও কমে যাচ্ছে।

করোনাকালীন শীতে উপজেলার কোথাও অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। জেল জরিমানাও হয়নি। ফলে মানুষের মধ্যে ব্যাধি করোনা সম্পর্কে সচেতনতা লোপ পাচ্ছে। গ্রামগঞ্জে তো আরও করুন অবস্থা। অধিকাংশ মানুষই বর্তমান করোনার ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি না মানায় এলাকায় করোনার প্রভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমুজাহিদুল ইসলাম।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …