নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জনসচেনতায় বাল্য বিবাহ ও মাদক বিরোধী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার খুবজিপুর শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন আয়োজনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.মো.হুমায়ুন কবীর।
এছাড়াও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মো.সাইদুর রহমান। এসময় জেলা প্রশাসক মো.শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ওসি মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়তে, বাবা-মায়ের স্বপ্ন পূরর্ণ করতে ভালভাবে পড়াশনার পাশাপাশি বাল্য বিবাহ ও মাদক থেকে বিরত থাকতে হবে।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ উপজেলার খুবজিপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …