বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে বাড়িতে ঢুকে হামলা-লুটপাট!

গুরুদাসপুরে বাড়িতে ঢুকে হামলা-লুটপাট!

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের হাঁসমারী গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভূক্তভূগীরা। এ ঘটনায় রবিউল নামে একজন আহত হয়েছে।
আহত রবিউল করিম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সকালে ওই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে ময়শা মান্না, জমির উদ্দিন, মন্টু হোসেনসহ অনেক কয়েকজন এসে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা নগদ ১ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে বাড়ি ঘর ভাঙচুর করে চলে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত রবিউল করিম বাদী হয়ে গুরুদাসপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …