সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বানভাসীদের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চলনবিল বিলশা এলাকার বন্যকবলিত ৮০টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই খাবার বিতরণ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন, এনডিসি জাকির মুন্সি, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামসহ প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল ইসলাম বলেন, নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিটি খাবারের প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ কয়েক প্রকারের খাবার পন্য রয়েছে। বন্যাকবলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …