নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বজ্রপাত প্রতিরোধে ৪০০টি তালগাছের চারা রোপন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ধারবারিয়ষা ইউনিয়নের খাঁকড়াদহ মেঠো রাস্তায় ওই চারাগাছ রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
জানা গেছে, রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ওই গ্রামের তিন কিলোমিটার মেঠো রাস্তার দুই পাশে এক কিলোমিটার জুড়ে তালগাছের চারা রোপন করা হয়েছে। এতে তালগাছ ভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার মো. হারুনর রশিদ, কৃষি স¤প্রসারণ অফিসার মো. মতিয়র রহমান ও বীরমুক্তিযোদ্ধা রবিঊল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …