সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গুরুদাসপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে মকবুল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়া মাঠে মৃত্যু হয় তাঁর।
স্থানীয়দের বরাতদিয়ে বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, কৃষক মকবুল হোসেন বাড়ির অদূরে রোপা আমনের বীজতলা তৈরি করছিলেন। এসময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ করেই বজ্রপাত এর ফলে সঙ্গাহীন হয়ে পড়েন তিনি। তাঁর স্বজনরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

হাসপতালের জরুরী বিভাগের চিকিৎসক রাহনুমা নুরাইন তথ্যটি নিশ্চিত করে বলেন, বেলা ৩টা ৪০ মিনিটি আনা হয় তাঁকে। তখন করার কিছু ছিল না।’

কৃষক মকবুল হোসেন বিয়াঘাট শিয়ানপাড়া গ্রামের মৃত হুরমত মন্ডলের ছেলে। সংসারে তাঁর দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …