নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপনে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভাসহ প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন। এসময় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুবিধাভোগিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …