নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুভ উ্েদ্বাধন উপলক্ষে সংবাদ সম্মেলন,র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ঘটিকায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্ট সুষ্ঠ ভাবে শুরু এবং শেষ করার লক্ষ্যে পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, সাধারন সম্পাদক রাজকুমার কাসিসহ প্রমুখ। এসময় ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ,উপজেলার সকল কর্মকর্তাগণ ও সুধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার হয়ে শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে এসে শেষ হয়।
বিকাল ৩ঘটিকায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ নাহিদ হাসান খান, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাজকুমার কাসি,অতিরিক্ত সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ প্রমুখ। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজিরপুর ইউনিয়ন একাদশ ১-০ গোলে চাপিলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
উল্লেখ্য যে, গুরুদাসপুর উপজেলা ছয় ইউপি দল ও পৌরসভার একটি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।