সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

গুরুদাসপুরে ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
ফেন্সিডিলসহ শিমুল হোসেন (১৮) ও আলিব হোসেন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা একটি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়। শিমুল গাজীপুর জেলার জয়দেপুর উপজেলার দিঘীর চালা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে এবং আলিব গাজীপুর সদরের পশ্চিম বিলাসপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার এস আই ময়েজ উদ্দিন এবং এ এস আই রুবেল হোসেন দাড়িঁয়ে থাকা সন্ধেহজনক ওই দুইব্যক্তির ব্যাগ তল্লাশি করেন। এসময় দুই জনের ব্যাগ থেকে ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …