সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে ফেন্সিডিলসহ একজন আটক

গুরুদাসপুরে ফেন্সিডিলসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
গুরুদাসপুরে ফেন্সিডিলসহ সেলিম হোসেন (৩০) নামের এক জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়- রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা- মেট্র ব- ১৪-৬৫৩৯) মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ৩২ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ও এসআই শহিদুল ২টার দিকে টোলপ্লাজায় ওই বাসটিতে তল্লাশি চালান। এসময় সেলিমের কাছে ৩২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিলসহ তাকে আটক করে গতকাল রোববার দুপুরে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …