নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা আজাদ আলীর প্রীতম-প্রিয়ন্তী সংগ্রহশালা নামের এক জাদুঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।
সকাল ১১টায় গুরুদাসপুর পৌর সদরে চাঁচকৈড় পুড়াসপাড়ায় আজাদ আলী নামের এক ব্যক্তির নিজ বাসভবনে দীর্ঘ ২৪বছর ধরে নিজ অর্থায়নে গড়ে উঠা প্রীতম-প্রিয়ন্তী সংগ্রহশালা নামের এক জাদুঘর পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন। এসময় তিনি ঘুরে ঘুরে এই জাদুঘরে রাখা ১৮৫টি দেশের মুদ্রা ও নোট,হাতির দাঁত,সোয়া কেজি ওজনের ঝিনুক,২০০বছর পূর্বের কড়ি,পঞ্চমী,রুপার বিছা,১৯০বছর পূর্বের খারু,৩০০বছর পূর্বের পিকদানি,একটি কৃত্রিম আরমি ক্যাম্প,রতœ ভান্ডার,কৃত্রিম চিড়িয়াখানা,চাঁদির মুকুট চাঁদির প্লেট,ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মূল্যবান ধাতব মুদ্রাসহ বহু পুরাতন যুগের ব্যবহৃত প্রায় ৩৫০ রকমের জিনিসপত্র পরিদর্শন করেন।