শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে প্রাণ নাশের আতঙ্কে শিক্ষার্থীর ফেসবুকে পোস্ট

গুরুদাসপুরে প্রাণ নাশের আতঙ্কে শিক্ষার্থীর ফেসবুকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে টিনের চালের পানি গড়াকে কেন্দ্র করে হামলার স্বীকার হয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন হাঁসমারী গ্রামের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমাতুজ্জোহরা।

মেয়েটি ফেসবুকে লিখেছেন, সামান্য টিনের চালের পানি গড়াকে কেন্দ্র করে আমার চাচাতো ভাই শাহিন, বুলবুল, চাচা জামাল সরকারসহ ৮ জন মিলে অতর্কিত হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন। তারা এই বিষয় নিয়ে প্রথমে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এসময় আমি তাদের সম্মান দিয়ে কথা বলতে বলি। তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে আমাকে আক্রমণ করে। এতে সামান্য আঘাত প্রাপ্ত হই। আমাদের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তারা চলে যায়। তিনি স্থানীয় প্রশাসনের কাছে তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য বুলবুল সরকার মহারাজপুর গ্রামের বাড়িঘর ভাংচুর মামলার অন্যতম আসামী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি (তদন্ত) মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল মেয়েটির অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …