নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নন্দকুজা নদীতে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। আজ বিকালে প্রতিমা বিসর্জন উপভোগ করতে ও সনাতন ধর্মাবলম্বীর লোকজনের সাথে কুশল বিনিময় করতে নন্দকুজা নদীতে নৌকা নিয়ে প্রতিমা বিসর্জন অবধি ঘুরলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এসময় সাথে ছিলেন, নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান খান, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, এস আই শহিদুল, কালাম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তিনি জন্ম লগ্ন থেকেই এই নন্দকুজা নদীতে প্রতিমা বিসর্জন দেখে আসছেন। এই প্রতিমা বিসর্জন দেখতে অনেক দূরদূরান্ত থেকে লোকজন এখানে আসে। এখানে নানা সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ন ভাবে এই প্রতিমা বিসর্জন উপভোগ করেন। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে না।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে প্রতিমা বিসর্জনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে নৌকায় উপজেলা চেয়ারম্যান
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …