নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পেঁয়াজের বিকল্প পাতা ১০ টাকা আটি

গুরুদাসপুরে পেঁয়াজের বিকল্প পাতা ১০ টাকা আটি

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পেঁয়াজের দাম। বাজার স্বাভাবিক হচ্ছেনা। তাই বিকল্প হিসেবে পেঁয়াজের পাতা কিনছে মানুষ। প্রতি আটি পেঁয়াজ ১০টাকা। যাদের সামর্থ আছে তারা ১শ টাকা কেজির ফুলকা ২৫০ গ্রাম কিনছেন ২৫টাকায়। বাজারে নতুন পেঁয়াজ এলেও দাম কমার সম্ভাবনা নেই। হাট-বাজাগুলোতে দেশী পুরাতন পেঁয়াজ ২৫০ টাকা ও দেশী নতুন পেঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মঙ্গলবার সকালে বাজার করতে আসা আব্দুস সামাদ সরদার বলেন, পেঁয়াজের আগুন দাম থামাতে পারছেনা সরকার। আর আমরাতো অসহায়। ফুলকপি, বেগুন, লাউ, শাকসহ অন্যান্য সবজির বাজারও চড়া। সেই সাথে চাল-তেলের দামও বেড়েছে।

পৌর সদরের চাঁচকৈড় হাটের কাঁচা ব্যবসায়ী মালেক ও আলমাছ বলেন, আমরা কখনো পেঁয়াজের গাছ বা পাতা খাইনি, বিক্রিও করিনি। কিন্তু এখন ফুলকার পাশাপাশি পেঁয়াজ গাছ বা পাতা কিনে কিনে মানুষ দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। আমদানিও বেড়েছে। কিন্তু দাম কমছেনা। তাছাড়া বাসাবাড়ি ও হোটেলসহ সর্বত্র পেঁয়াজের ব্যবহার অর্ধেকে নেমে এসেছে।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …