শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / গুরুদাসপুরে পেঁয়াজের ঝাঁঝে অস্থির ক্রেতা

গুরুদাসপুরে পেঁয়াজের ঝাঁঝে অস্থির ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের চরম প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। সারা দেশের মতো নাটোরের গুরুদাসপুরেও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। কেজি দরে পেঁয়াজের দাম লাফিয়ে বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে হাটবাজারে। উপজেলার চাঁচকৈড়, নাজিরপুর ও ধারাবারিষা বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজের বাজার এখন লাগামহীনভাবে ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

চাঁচকৈড় মোকামের পেঁয়াজের ব্যাপারি উজ্জ্বল শেখ বলেন, এক মাসের মধ্যে ৪০ টাকার পেঁয়াজ ৮০ টাকা আবার ৮০ টাকা থেকে তা বেড়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোকামে পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজ কিনতে হচ্ছে ১০০ টাকায়।

পেঁয়াজ এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কয়েক দিনের টানা বর্ষণে বেড়েছে কাঁচা মরিচের দামও। ৪০ টাকা কেজির মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বাজারে মনিটরিং ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। তাছাড়া টিসিবি জেলা পর্যায়ে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করছে না বলে জানা গেছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …