নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে আফজাল হোসেন নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আপন বড় ভাই আলতাব হোসেন, আশরাফ হোসেনসহ তাদের আরো দুই সহযোগির বিরুদ্ধে। আহত ও অভিযুক্ত তিন ব্যক্তিই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের শামসুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আফজাল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গুরুদাসপুর থানায়।
আহত যুবক আফজাল হোসেন জানান, গত ২জুলাই বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩টায় আমি আমার নিজ বাড়িতে অবস্থান করা কালে পারিবারিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা মোতাবেক আলতাফ হোসেন, আশরাফ হোসেন, হাছিনা বেগম ও আলমাছ হাতে ধারালো অস্ত্র, কাঠের বাটাম ও বাশের লাঠি দিয়ে এলোপাথারি ভাবে মারধর করতে থাকে। এক পর্যায় তাদের আঘাতে আমার বাম হাত ভেঙ্গে যায় এবং আমার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্যও দাবী জানান তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …