নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে মসজিদের ইমাম আব্দুর রহিম (৩৮) কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামে। আহত ইমাম ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
অভিযুক্ত ব্যক্তিরা ওই এলাকায় মৃত সায়েত ফকিরের ছেলে আজাদ ফকির, সামির ফকির ও আজাদ ফকিরের ছেলে শাহিন ফকির। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে আহত ইমাম আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী আবদুর রহিম জানান, রবিবার সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে আমি আমার বসত বাড়ির পেছনে নিজ আবাদি জমিতে কাজ করতে থাকলে পূর্বশত্রুতার জেরধরে পূর্বপরিকল্পনা মোতাবেক উল্লেখিত তিনজন ব্যক্তি ধারালো হাঁসুয়া লোহার জিআই পাইপ কাঠের বাটাম নিয়ে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনিভাবে আমার জমিতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে এলোপাথাড়িভাবে মারতে করতে থাকে। এক পর্যায়ে আমাকে জখমপ্রাপ্ত করে তারা চলে যায়। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …