শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / গুরুদাসপুরে পূজা উদযাপন পরিষদের খাদ্যসহায়তা বিতরণ

গুরুদাসপুরে পূজা উদযাপন পরিষদের খাদ্যসহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

এই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি। কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহারা মানুষের মাঝে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে ১৫০ জন আদিবাসীদের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণে করা হয়।

এসময় আরো উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখা সহ-সভাপতি এ্যাড. প্রসাদ কুমার তালুকদার, সদস্য এ্যাড. সুশান্ত কুমার ঘোষ, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদ গুরুদাসপুর উপজেলার সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ এবং সাধারণ সম্পাদক অসীম কুমার পাল সহ আরো অনেকে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …