বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে গভীর রাতে একটি ৩ বিঘার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত লালু প্রাং এর ছেলে পুকুর মালিক মুকুল হোসেন (৪০) তার নিজস্ব ৩বিঘার একটি পুকুরে প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে বড় পোনা রুই, কাতলা, সিলভার, ব্রিগেট, টেংড়া, কালবাউস এবং দেশি পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। গতকাল গভীর রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। ফলে সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

এ ঘটনায় হতাশাগ্রস্থ হয়ে পরেছে পুকুর মালিক ও তার পরিবার।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …