নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী উত্তরপাড়া এলাকায় আব্বাস আলীর ছেলে আব্দুল লতিফ (৩৯) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তাঁর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, কৃষক লতিফ সকাল নয়টার দিকে জমিতে কীটনাশক দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সারাদিন চলে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। সন্ধ্যার দিকে ঐ এলাকায় ভারী ঝড়-বৃষ্টি হয়েছে, অতঃপর একই এলাকার মকসেদ আলীর পুকুর পাড়ে মরদেহটি এলাকাবাসী দেখতে পায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক লতিফের মৃত্যু হয়েছে। ময়না তদন্তর জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …