নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মইনুল হক মাসুম, মোতালেব হোসেন, তোরাপ আলী এবং রাশেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াবাজার এলাকার আজব আলীর সঙ্গে একই এলাকার মোতালেব হোসেনের ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার রাতে জমির বিষয়ে হঠাৎ আজব আলী এসে মোতালেব হোসেনকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজব আলীসহ তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে মইনুল ইসলাম তার পিতা মোতালেব আলীসহ তোরাপ আলী এবং রাশেলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহত মইনুল হক মাসুম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে এখনো মামলা চলমান রয়েছে। আমরা দুইবার কোর্টের রায়ও পেয়েছি। তারপরও বিভিন্ন সময়ে তারা আমাদের হত্যার হুমকি দিতো। আজকে আমাদের হত্যার উদ্দেশ্যেই মাথায় কুপিয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ-চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, দীর্ঘদিন থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর …