সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পিকনিকে গিয়ে দুর্ঘটনায় এক নারী নিহত

গুরুদাসপুরে পিকনিকে গিয়ে দুর্ঘটনায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পিকনিকে গিয়ে দুর্ঘটনায় খোদেজা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। পিকনিকের নৌকায় জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে শাড়ি প্যাঁচ লেগে মৃত্যুবরণ করেন তিনি। নিহত খোদেজা বেগম গুরুদাসপুর জুমাইনগর গ্রামের শফিকুল ইসলাম এর স্ত্রী।

এলাকাবাসী জানান, আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলার জুমাইনগর গ্ৰাম থেকে ৩০/৩৫ জন লোক নিয়ে নৌকা যোগে সিংড়া থানার তিশিখালি মাজারে পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে দশটার দিকে সিংড়া উপজেলার বিলদহর বাজার পৌঁছালে নৌকায় সাউন্ড সিস্টেম এর জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেঁচিয়ে যায়। এতে খোদেজা গুরুতর জখম হন।

তাৎক্ষণিক ভাবে তার সঙ্গে লোকজন সিএনজিযোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। খোদেজার মরদেহ বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …