নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে আকবর মন্ডল(৬৮) নামের এক বৃদ্ধ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ ১৩ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গুরুদাসপুর উপজেলার ০৪ নং মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকবর মন্ডল গুরুদাসপুর উপজেলার ০৪নং মশিন্দা ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত লাইবুল্লা মন্ডল এর ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আজ ১৩ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে আকবর মন্ডল পারিবারিক কলহের জের ধরে কীটনাশক জাতীয় গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আকবর মন্ডল এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চাঁচকৈড় মধ্যপাড়া নামক স্থানে পৌঁছলে আকবর মন্ডল মৃত্যুবরণ করে। আকবর মন্ডল এর মৃতদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …