নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে নৌকায় উচ্চশব্দে গান বাজিয়ে ১৩জন ছেলে দুইজন নর্তকী নিয়ে অশ্লীল নৃত্য করার অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার বিলসা এলাকার মাঝবিলে নৌকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক ২ নর্তকীর বাড়ি বগুড়ার শেরপুরে এবং ১৩ জন যুবকের বাড়ি তাড়াশ উপজেলার নাদোশহীদপুর এলাকায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লিল ফুর্তি করা যাবে না। চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চস্বরে গান-বাজনা এবং মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয় বলে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের প্রেক্ষিতে বিলসা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাড়াশ থেকে আগত এক নৌকায় অশ্লীল নৃত্য চলার সময় দুজন নর্তকীসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …