নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন করেছেন। গুরুদাসপুর উপজেলায় ৫ম ধাপে আগামী জানুয়ারি ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
ঘোষিত তালিকা অনুযায়ী নাজিরপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন নতুন মুখ মো. শরিফুল ইসলাম। বাকি ৫টি ইউনিয়নে ২য় বার নৌকা পেয়েছেন গতবারের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা। তারা হলেন, বিয়াঘাট ইউনিয়নে মো. মোজাম্মেল হক, খুবজীপুর ইউনিয়নে মো. মনিরুল ইসলাম দোলন, মশিন্দা ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান, ধারাবারিষা ইউনিয়নে মো. আব্দুল মতিন, চাপিলা ইউনিয়নে মো. আলাল উদ্দিন।
শনিবার সকালে এ উপলক্ষে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যার যার এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন। এসময় নৌকার মাঝিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। উপজেলা জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …