নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে থানা প্রশাসনের উদ্যোগে করোনায় উপজেলা চাঁচকৈড় ও নাজিপুর বাজারে কর্মরত ২৩জন নৈশ প্রহরীদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে থানা চত্বরে ওই খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাহারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, গুরুদাসপুর উপজেলার দুইটি বৃহৎ চাঁচকৈড় ও নাজিরপুর বাজারের কর্মরত ২৩জন নৈশ প্রহরী মার্কেট পাহারা দেওয়ার কাজে নিয়োজিত। এই করোনা মহামারীতেও তারা রাত জেগে পাহারাদার হিসেবে বাজারস্থ সমস্ত ঘর পাহারা দিয়ে থাকে। দুইটি বাজার মার্কেট ঘরগুলোর অর্পিত টাকায় তাদের বেতন দেওয়া হয়। কিন্ত করোনা মহামারীতে অনেক মার্কেট ঘরমালিকগণ ঠিক মতো টাকা না দেওয়ায় দূর্বিসহ অবস্থায় তাদের সংসার চলে। কয়েকজন নৈশ প্রহরী মাধ্যমে এটা অবগত হওয়ার পরপরই তাদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতণের উদ্যোগ গ্রহণ করি। এছাড়া এই নৈশ প্রহরীগণ আমাদের আইন শৃঙ্খলা কাজে অনেক সময় সাহায্য সহযোগিতা কওে থাকে।
এ সময় থানার প্রশাসনের সকল কর্মকতৃাগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …