নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
দুর্ঘটনা, বিদ্যুতের অপচয়সহ নানা কারণে নাটোরের গুরুদাসপুরে নিষিদ্ধ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকসা-ভ্যান। মাসিক আইনশৃংখলা সভায় মাঝে মধ্যে এসব যানবাহনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা উঠলেও তা কার্যকর হয়না।
স্থানীয় সূত্রে জানা যায়, বাণিজ্যনগরী চাঁচকৈড়, নাজিরপুর, মশিন্দা, নাড়িবাড়ি, খুবজীপুর, নয়াবাজারসহ উপজেলাজুড়ে চলাচল করছে অবৈধ যান। এসব পরিবহনের লাইসেন্স নেই। ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িত থাকলেও নম্বরবিহীন থাকায় এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়ে।
অভিযোগ রয়েছে- সংশ্লিষ্টদের ম্যানেজ করেই সব চলছে। এলাকার যত্রতত্র অটোরিকসা-ভ্যান দাপটের সাথে দাপিয়ে বেড়ালেও নেই কার্যকরি পদক্ষেপ। দিনদিন এর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে দৌরাত্ম। যত্রতত্র এসব সিএনজি, অটোরিকসা বন্ধ না হওয়ায় অতিষ্ঠ জনগণের ভোগান্তির যেন শেষ নেই।
আরও দেখুন
গুরুদাসপুরে বাড়ি বিক্রি করেও ঋণ থেকে রক্ষা হয়নি এক বস্ত্র
ব্যবসায়ীর নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী …