নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
সারাদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনার প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় গুরুদাসপুর থানার মোড়ে মানববন্ধন শেষে কলেজ পর্যন্ত মিছিল করে তারা।
মিছিলে শিক্ষার্থীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে “দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই” শ্লোগান দেন। উপজেলার নাগরিক সমাজ ও গুরুদাসপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশানের যৌথ আয়োজনে এই নিরাপদ সড়কের আন্দোলন হয়। এতে বক্তব্য রাখেন, প্রভাষক নাসরিন সুলতানা, রাফিউল আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বহু অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা ঘটছে। আহত ও নিহতের ঘটনা বেড়েই চলেছে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়ছে। এ সময় শিক্ষার্থীরা সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান এবং প্রশাসনিক কর্মকর্তাদের সড়ক আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে দৃষ্টি আকর্ষণ করেন।
