বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নানা কর্মসূচীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

গুরুদাসপুরে নানা কর্মসূচীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নানা কর্মসূচীতে নাটোরের গুরুদাসপুরে জাতির জনক বঙ্গবন্ধুর উজ্জ্বল উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

মঙ্গল(২৮সেপ্টেম্বর) দুপুরে জন্মদিন উপলক্ষে উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রোজী মোজাম্মেল মহিলা কলেজ চত্বরে স্মারক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। শিক্ষকের অয়োজিত ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মায়া রাণী চক্রবর্তী ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাজেম আলী মলিন।

অপরদিকে উপজেলা ও পৌর আ.লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও নিহত তার পরিবারের সকল শহীদদের আত্মার মাহফিরাত কামনায় উপজেলার সুনামধন্য চাঁচকৈড় মারকাস মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের দিয়ে কোরআন শরীফ খতম ও বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল বারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.রাশেদ ও পৌর যুবলীগের সভাপতি মো.তাহের সোনারসহ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ায় মাদ্রাসার জায়গা নিয়ে দ্বন্দ্ব বিএনপি নেতার হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মাদ্রাসার জায়গার দ্বন্দ্ব নিরসন ও গ্রামবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে …