সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কমিটি গঠন

গুরুদাসপুরে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কমিটি গঠন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, নাটোর সদর ও সিংড়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় গুরুদাসপুর বাজারস্থ মিলেনিয়াম স্কুল ক্যাম্পাসে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গুরুদাসপুর পৌর বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হককে সোসাইটির উপজেলা সভাপতি এবং চাঁচকৈড় নুর একাডেমীর প্রধান শিক্ষক জামিল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

সোসাইটির নাটোর জেলা কমিটির আহবায়ক একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
আরো বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, সোসাইটির নীলফামারী জেলা শাখার সভাপতি এমদাদুল হক, রংপুর মহানগর শাখার সচিব শেখ আজহারুল ইসলাম, নাটোর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদ, সিংড়া শাখার সভাপতি নুরুল ইসলাম, ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ইয়াকুব আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ জামিল আহমেদ। তবে বক্তারা গুরুদাসপুর উপজেলার কেজি স্কুলগুলো সরকারের নিবন্ধন তালিকায় অন্তর্ভূক্তির দাবি জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীর প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, দশ বছর আগে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠার জন্য আমাদের বই দিয়ে সমাপনী পরীক্ষার সুযোগ ও রেজিষ্ট্রেশনের সুযোগ দিয়ে পরিপত্র জারি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। তবে আমার দুঃখ একটাই করোনাকালীন সময়ে তিনি আমাদের জন্য কিচ্ছু করলেন না। এখনও সময় আছে একটু আমাদের দিকে দেখেন। দেশে যদি ৪০ হাজার কিন্ডারগার্টেন থাকে সেখানে ৬ লক্ষ শিক্ষক আছে। আর এসব শিক্ষক পরিবারে ১ কোটির উর্দ্ধে ভোট আছে। এই ভোট পেতে হলে কিন্ডারগার্টেন সেক্টরকে গুরুত্ব দিতে হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …