সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নবান্ন উৎসবে সবাই উৎসবমুখর হয়ে ওঠেন

গুরুদাসপুরে নবান্ন উৎসবে সবাই উৎসবমুখর হয়ে ওঠেন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উপজেলার সিধুলী হাইস্কুল মাঠে জাকজমকভাবে নবান্ন উৎসব পালিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস নবান্ন উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নবান্ন অনুষ্ঠানের নানারকম পিঠার স্টল পরিদর্শন করেন অতিথিরা। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ওই নবান্ন উৎসবে নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে উৎসবমুখর হয়ে ওঠেন সবাই। সন্ধ্যার পর চলে নবান্নের সঙ্গীতানুষ্ঠান। এই প্রথম ব্যাপকভাবে নবান্ন উৎসব পালন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …