রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে নবাগত শিক্ষা কর্মকর্তাকে বরণ করে নিলেন সহকারি শিক্ষকগণ

গুরুদাসপুরে নবাগত শিক্ষা কর্মকর্তাকে বরণ করে নিলেন সহকারি শিক্ষকগণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে সদ্য যোগদানকৃত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নবাগত ওই শিক্ষা কর্মকর্তাকে বরণ করে নেন সহকারি শিক্ষকগণ। গুরুদাসপুরের ১১তম গ্রেড আন্দোলনের আহ্ববায়ক ও দড়ি-কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুর রহমানের নেতৃত্বে এসময় বিলব্যাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমতাজুল হক, ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল বাশার, আগপুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত আল মামুন, হাসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মালেক, পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম, দক্ষিণ নাড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিকুর রহমান, চাঁচকৈড় মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদুল হক মিলন সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা খ.ম জাহাঙ্গীর হোসেন বলেন, সহকারি শিক্ষকরা ক্লাস বেশি নেন। মূল কাজটি আপনারাই করেন। তাছাড়া গুরুদাসপুরের বাহ্যিক অবস্থা খুবই সুন্দর। স্কুলের চকচকে পরিবেশের পাশাপাশি আশপাশের সবাই চকচকে লোক। কিন্তু কোয়ালিটি এখন সরকার চাচ্ছেনা। তাই শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …