নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল অনুখাদ্য (মাইক্রোনিউট্রিয়েন্ট) জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে পাবনা জেলা সদরের সরবরাহকারী ও প্রস্ততকারী প্রতিষ্ঠান এমআরএস২ এগ্রো কেমিক্যাল কোম্পানিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর বিধি ৮(২) মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার বিকেলে ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান শাকিল। এসময় সার ও বালাইনাশক পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অফিসার মতিয়র রহমান।
উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরসদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ রাস্তা থেকে ওই পন্য জব্দ করা হয়। কৃষকের স্বার্থে ভেজাল ও নকল পণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …