নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে শনিবার সকাল ১০টায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম ও উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাস্টার।
খাদ্য পরিদর্শক বিদ্যুৎ কুমার দাশ বলেন, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ২৭ টাকা হারে ৪৮১ মেট্রিকটন ধান ও ৪০ টাকা কেজি হারে ৩ হাজার ৩৮৪ মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হলেও উপজেলার চুক্তিবদ্ধ ১২২টি চাল মিল মালিকের কাছ থেকে চাল ক্রয় করা হবে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …