শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / গুরুদাসপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

গুরুদাসপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমির হামজা (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার তার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোজাহারুল ইসলাম।

অভিযোগে জানা যায়, কুমারখালী গ্রামের ফরিদ সরদারের মেয়ে মিনা খাতুনের (১৮) সাথে একই গ্রামের মকছেদ আলীর ছেলে আমির হামজার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মেয়েটির সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে সে। এক পর্যায়ে ‘কথা আছে’ বলে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ছেলেটি মেয়েটির বাড়িতে দেখা করতে যায়। এসময় মেয়ের বাবা ফরিদ সরদার ছেলেটিকে আটক করে। পরে রাত ৩ টার দিকে ছেলে পক্ষের লোকজন আসে এবং মেয়ের বাবা মাকে মারধর করে জোরপূর্বক ছেলেকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে সকাল ১০টার দিকে মিনা খাতুন বাদী হয়ে গুরুদাসপুর থানায় আমির হামজার বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …