নিজস্ব প্রতিবেদক:
লিজ নেওয়া বাগানের লিচু পারতে না দেয়ায় সংবাদ সম্মেলন করেছে দুই লিচু চাষী। আজ ১৩ মে দুপুরে গুরুদাসপুর উপজেলার মামুদপুর গ্রামের এক বাগানে এই সংবাদ সম্মেলন করেন লিচু চাষী আলিম এবং আরমান।
সংবাদ সম্মেলনে তারা জানান, উপজেলার মাহমুদপুর গ্রামে জনৈক ইউসুফ আলীর ২৫ বিঘা ২২৫টি লিচু গাছ আট লক্ষ টাকায় তারা এই বছরের জন্য ইজারা নেন। সম্প্রতি লিচু আহরণের সময় হলে লিটন নামের একজন চাষী ওই বাগান তিনি লিজ নেয়ার দাবি করে লিচু পাড়া শুরু করেন।
তারা আরো জানান, থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বরং এই সময়ের মধ্যে অর্ধেকের বেশি বেশি লিচু তারা গাছ থেকে পেড়ে বিক্রয় করে দিয়েছে। এমতবস্থায় তারা সর্বস্বান্ত হয়ে পথে বসার জোগাড় হয়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লিজ গ্রহীতারা প্রশাসন এবং সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানান।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …