নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:নাটোরের গুরুদাসপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল। উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা বাজারের আব্দুল খালেক ও বামনকোলার ইয়ারুল সরকারের বালাইনাশকের দোকানে অভিযান চালিয়ে ৩০হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কীটনাশক মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই জরিমানা করা হয়। সেই সাথে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও বালাইনাশক পরিদর্শক মো. মতিয়র রহমান উপস্থিত ছিলেন। অভিযানে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহযোগিতা করেন।