নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন আয়োজনে বর্ণাঢ্য র্যালি,পায়রা অবমুক্তকরণ,বেলুন উড়ানো ও আলোচনা সভার মধ্যে দিয়ে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল কুদ্দুস।
আজ শনিবার সকালে উপজেলার আম্রকানন হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পরিষদ চত্বর হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পায়রা অবমুক্তকরণ,বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ। পরে উপজেলা প্রশাসন আয়োজিত মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী অফিসার মো: তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো.আব্দুল কুদ্দুস।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা.সহকারি কমিশনার(ভূমি) আবু রাসেল প্রমুখ। পরে মেলাতে অংশ নেওয়া সরকারের উন্নয়ন চিত্রের ৩২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …