সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে দিনে দুপুরে ১৩ ভরি স্বর্ণালংকার চুরি

গুরুদাসপুরে দিনে দুপুরে ১৩ ভরি স্বর্ণালংকার চুরি


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে একটি বাড়ি থেকে দিনে দুপুরে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর আনুমানিক ১২টার সময় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের মরহুম মোহাম্মদ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।


জানা যায়, মরহুম মোহাম্মদ তালুকদার সপ্তাহ খানেক পূর্বে মারা গিয়েছেন। তারপর থেকেই বাড়িতে একা একা বসবাস করতো তার স্ত্রী আছমা বেগম। রবিবার দুপুরে বাড়ির গেটে তালা দিয়ে এক কি.মি. দূরে এক আত্মীয়’র বাড়িতে বেড়াতে যান আছমা বেগম। পরে দেড় ঘন্টা পর বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখাযায় আলমারীর সকল ড্রয়ার ভেঙে সেখানে থাকা ১৩ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।


চুরি যাওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া স্বর্ণালংকার ও চোর চক্রকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …