নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
করোনা সংক্রমনের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন চা দোকানী, প্রান্তিক শ্রমিক, অটো রিকসা চালক ও পত্রিকার হকারসহ এ জাতিয় এক হাজার তিনশত দরিদ্র পরিবারকে ১০কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ উপজেলায় ১ হাজার ৩শ’ মে.টন চাল ও ৯০ হাজার টাকার ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৪টায় ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় ২শ’ পরিবারকে ওই ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও মো. তমাল হোসেন বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ৩শ’ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া এই ত্রাণ বিতরণ করা হবে। অপরদিকে পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ৯ মে.টন ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। সোমবার বিকেলে তিনি হরিজন সম্প্রদায়ের মাঝে ওই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …