নীড় পাতা / খেলা / গুরুদাসপুরে দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গুরুদাসপুরে দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে মরহুম দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার খুবজিপুর ইউনিয়নের নজরুল প্রগতি সংঘের আয়োজিত খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৬টি দলের অংশগ্রহণে শুরু টুর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলাম শিশির।

টুর্ণামেন্টের ফাইনালে উঠে নাটোর জেলার গোপালপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফুটবল দল ও পাবনা জেলার চাটমোহর শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘের ফুটবল দল। ৯০মিনিটের খেলায় পাবনা জেলার চাটমোহর শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘ ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে নাটোর জেলার গোপালপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠের চারিদিক কানায় কানায় হাজার হাজার দর্শকের সমাগম হয়। খেলায় টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হোন নাটোর জেলার গোপালপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফুটবল দলের শুভ ও ম্যান অফ দ্যা মাচ নির্বাচিত হোন পাবনা জেলার চাটমোহর শহীদ সামসুদ্দিন স্মৃতি সংঘের ফুটবল দলের রতন।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলাম শিশির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ও আয়োজিত টুর্ণামেন্ট কমিটির কর্মকর্তাগণ ।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …