নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত ১৪দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে নাটোরের গুরুদাসপুরে চলছে ঢিলেঢালা লকডাউন। সকাল থেকেই রাস্তায় কারণ ছাড়াই অবাধে চলাচল করছে ব্যক্তিগত গাড়ী, সিএনজি, ইঞ্জিন চালিত ভ্যান রিকশা, অটোবাইক ও সাধারন মানুষ।
সরকার ঘোষিত কঠোর বাস্তবায়নে মাঠে দেখা যায়নি কোন আইন শৃঙ্খলা বাহিনী। গুরুদাসপুর শহর ও ইউনিয়ন বাজারের প্রায় মার্কেটের দোকানপাটগুলোতে অর্ধেক খুলে অবাধে চলছে কেনাবেচা। সেখানে দেখা গেছে সাধারন মানুষের উপচে পড়া ভীড়। রাস্তায় প্রয়োজন ছাড়াই অবাধে চলাচল করতে দেখা গেছে সাধারন মানুষকে। রাস্তায় চলাফেরা এই সকল মানুষের অনেকের মুখে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা নেই বললেই চলে। কাঁচাবাজার,ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাটসহ বাজারের সকল প্রকার দোকানপাটগুলোতে অর্ধেক খোলা অবস্থায় চলছে কেনাবেচা।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …