সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মচারী শিমুলকে (১৮) রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে অপর এক কর্মচারীর বিরুদ্ধে। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে সাফা গার্মেন্টেসে মঙ্গলবার বিকাল চারটারদিকে এই ঘটনা ঘটেছে। আহত শিমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিমুল চাঁচকৈড় বাজারের সাফা গার্মেন্টেসেরর কর্মচারী ও বাজারপাড়া মহল্লার আব্দুল গফুরের ছেলে। অভিযুক্ত কাওছার পাশ্ববর্তী পিংকি গার্মেন্টেসের কার্মচারী ও হামলাইকোল এলাকার দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযোগে কাওছারকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সুমন ও ফারুক জানান, সাফা গার্মেন্টস ও পিংকি গার্মেন্টস পাশাপাশি। দীর্ঘদিন ধরে ওই দুইজন ব্যবসা প্রতিষ্ঠান দুটিতে চাকরি করছিলেন। বেশ কয়েকদিন আগে দু’জনের মধ্য বাকবিতন্ডা হয়। তারই জের ধরে ঘটনার দিন কাওছার সাফা গার্মেন্টেসে প্রবেশ করে রড দিয়ে অতর্কিতভাবে শিমুলের মাথায় আঘাত করেন। এতে শিমুলের মাথা ফেটে যায়। এ সময় আহত শিমুলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, শিমুলের মাথার বামপাশের দুইটি স্থানে গুরুত্বর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সাফা গার্মেন্টেসের স্বত্বাধিকারি আব্দুস সালাম বলেন, আহত শিমুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাওছার পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে পিংকি গার্মেন্টেসের স্বত্বাধিকারী গনেশ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে কাওছার পলাতক রয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …